সূখূপুরিয়া সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী চাঁদনী আক্তার হৃদক্রিয়া বন্দে মৃত্যুবরণ

প্রতিনিধি:
সূখূপুরিয়া ইউনিয়ন নৌকার মার্কার সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী চাঁদনী আক্তার হৃদক্রিয়া বন্ধ মৃত্যুবরণ করেন
চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সুখুপুরিয়া ইউনিয়ন নৌকা মার্কার সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী চাঁদনী আক্তার হৃদক্রিয়া বন্ধ হয়ে বিকাল ৪টার সময় মৃত্যুবরণ করেছেন। বুধবার বিকল ৪টার সমায় আন্দলীয়া নিজের বাড়িতে ঘুমানো অবস্থায় বুকের ভিতর ব্যথা অনুভব হয়। অচেতন হয়ে গেলে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত ডাক্তার তিনি বলেন আনার পূর্বে মৃত্যুবরণ করেছেন। তিনী আত্মীয়-স্বজন ও স্বামী ,এক মেয়ে ও এক পুত্র রেখে গিয়েছেন। চাঁদনী আক্তারের মৃত্যুতে আন্দুলিয়া গ্রামবাসীর শোকের ছায়া নেমে এসেছে।