Type to search

সুন্দলী এস টি স্কুল এন্ড কলেজের ৫ম তম পিঠা উৎসব ২০২৩অনুষ্ঠিত

অভয়নগর

সুন্দলী এস টি স্কুল এন্ড কলেজের ৫ম তম পিঠা উৎসব ২০২৩অনুষ্ঠিত

প্রিয়ব্রত ধর,নওয়াপাড়া প্রতিনিধি:
শীতের সাথে সাথে বাহারি পিঠার  সমারহ চোখে পড়ে সর্বত্য। তারই ধারাবাহিকতায় গতকাল অভয়নগর সুন্দলী এস টি স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হল ৫ম তম পিঠা উৎসব ২০২৩ ।
সকাল ১০ ঘটিকায়  সুন্দলী এস টি স্কুল এন্ড কলেজের সভাপতি জনাব স্বপন সরকারের উপস্থিতিতে জাতীয় সংগীতের মাধ্যমে উৎসবের শুভ উদ্ভোধন হয়।
 শ্রেণী অনুসারে ৭টি পিঠার স্টল বসে। সারি সারি ভাবে গ্রাম বাংলার শত রকমের পিঠা চোখে পড়ে। দর্শনার্থীরা স্টল গুলো ঘুরে ঘুরে স্টল গুলোর পিঠা দেখতে থাকে। সাথে চলতে থাকে লোকজ গানের অনুষ্ঠান।
অধ্যক্ষ আব্দুল লতিফ জানান প্রতি বছরের ধারা বাহিকতায় আমাদের এ আয়োজন। ছাত্র ছাত্রীদের মাঝে পৌষ সংক্রান্তির গুরুত্ব উপলব্দিতে আমাদের এ আয়োজন।উৎসবের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন   যশোর ৮৮, ৪ আসনের সংসদ সদস্য জনাব রণজিত কুমার রায়। উপস্থিত থেকে সকল স্টল তিনি ঘুরে দেখেন এবং ছাত্র ছাত্রীদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন অধির কুমার পাড়ে সভাপতি সুন্দলী ইউনিয়ন আওয়ামীলীগ,জনাব পরিতোষ বিশ্বাস সাবেক চেয়ারম্যান ২ নং সুন্দলী ইউপি,অধ্যক্ষ মনিশান্ত মন্ডল মশিয়াহাটি ডিগ্রী কলেক,সেলিম ইকবাল অধ্যক্ষ পায়রা ডিগ্রী কলেজ,
পুরো উৎসবের সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যক্ষ বীরেন্দ্রনাথ বিশ্বাস।
এ সমায়ে স্টল গুলো ঘুরে দেখা গেলো প্রতি শেণীতে ১০ – ৩০ রকমের বাহারী শত পিঠার সমারহ রস মালাই, পেড়া, হলুদ, পাতা,চিরুনী,বাদাম,তাল,চন্দ্র,নক্ষত্র,গোলাপ,নকশি,খেজুর,সন্দেশ,ফুলকপি,পিয়াজু,কণা,হাত,লাভ,চপ,গাছ,টুপি,ভাজা,পুতুল,চেরিফল,দেবাফুল,ঘুড়ি,চিতই,জামাই,কলসি,ডিম বিস্কুট,মুরলি সহ ভাপা পিঠা ,তেলের পিঠা,পুলি পিঠা,রস পিঠা চোখে পড়ার মত।
 এ সমায়ে ছাত্রছাত্রীরা জানান এমন আয়োজনে আমরা খুব খুশি,এতে আমাদের মেধার বিকাশ ঘটবে। উৎসবের শেষে সকলের মাঝে সে পিঠা বিতরণ করা হয়। এ সমায়ে স্কুল কলেজের সকল শিক্ষক কর্মকর্তা বৃন্দ সার্বীক সহযোগীদায় ছিলেন।