Type to search

সীমান্তে পরিত্যক্ত অবস্থায় গর্ত থেকে ৩৬ কেজি গাঁজা উদ্ধার

যশোর

সীমান্তে পরিত্যক্ত অবস্থায় গর্ত থেকে ৩৬ কেজি গাঁজা উদ্ধার

স্বীকৃতি বিশ্বাস, যশোর
যশোরের বেনাপোল সীমান্তের ঘিবা গ্রামে অভিযান পরিচালনা করে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) পরিত্যক্ত অবস্থায় গর্ত থেকে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করে।
আজ বৃহস্পতিবার (১৮ মে) বিকাল আড়াই ঘটিকায় পরিত্যক্ত অবস্থায় গর্ত থেকে এ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
ঘটনার বিবরণ অনুযায়ী,যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি চৌকস টীম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বেনাপোল সীমান্তের ঘিবা গ্রাম দিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। উল্লেখিত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুকুরপাড় থেকে পরিত্যক্ত অবস্থায় গর্ত থেকে ৫ টি বস্তা উদ্ধার করে এবং বস্তার ভিতর থেকে ৩৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
এ সংক্রান্ত বিষয়ে যশোর বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বলেন,মাদক পাচার রোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করায় ধারণা করা হচ্ছে চোরাকারবারিরা মাদকদ্রব্য পাচারে ব্যর্থ হয়ে পুকুর পাড়ের ময়লার গর্তে লুকিয়ে রেখে পালিয়েছে।