Type to search

সিয়াম-পরীর ছবি ছাড়পত্র পেল, এ বছরই মুক্তি

বিনোদন

সিয়াম-পরীর ছবি ছাড়পত্র পেল, এ বছরই মুক্তি

চলতি মাসের ২৮ তারিখ পরীমণি মা হচ্ছেন। চিকিৎসকের বরাত দিয়ে এমনটাই জানিয়েছেন পরীমণি। পরীমণির দুনিয়া এখন তাই নতুন অতিথির অপেক্ষাতেই। কোনো ছবির  শুটিংয়ে নেই পরী। স্থগিত আছে মিডিয়ার তার সব ধরনের কাজ। এরই মধ্যেই জানা গেলো এই নায়িকা অভিনীত ‌‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ পেয়েছে সেন্সর ছাড়পত্র। চলছে মুক্তির প্রস্তুতি।

ছবিটিতে পরীমণির নায়ক সিয়াম আহমেদ। এ জুটির দ্বিতীয় ছবি এটি। এর আগে ‘বিশ্বসুন্দরী’  ছবিতে একসঙ্গে অভিনয় করেন তারা।

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ পরিচালনা করেছেন  আবু রায়হান জুয়েল। পরিচালক বললেন, মঙ্গলবার (৯ আগস্ট) ছবিটি সেন্সর বোর্ডের সদস্যরা দেখেছেন।  সেখানে থেকেই আমাদের মৌখিকভাবে ছাড়পত্রের বিষয়টি মৌখিকভাবে নিশ্চিত করেছেন।

২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত হয়েছে ছবিটি। নির্মাতা জানালেন এ বছরই ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ মুক্তি দেওয়া ‌হবে।

লেখক ও শিক্ষক মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে তৈরি এটি। এর চিত্রনাট্য রচনা করেছেন জাকারিয়া সৌখিন।

সিয়াম-পরীমণি ছাড়াও ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এ অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মুনিরা মিঠু, কচি খন্দকার, আশিষ খন্দকারসহ ১৮ জন শিশুশিল্পী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *