Type to search

সিনহা হত্যা: ?এসপি মাসুদকে আসামি করার আবেদন

জাতীয়

সিনহা হত্যা: ?এসপি মাসুদকে আসামি করার আবেদন

কক্সবাজার জেলা প্রতিনিধি: সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় কক্সবাজার জেলা পুলিশ সুপার (এসপি) মাসুদ হোসেনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করতে আবেদন করেছেন নিহতের বোন বাদী শারমিন শাহরিয়া ফেরদৌস। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে তিনি এ আবেদন করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে পরে আদেশ দেবেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মোস্তফা। গত ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। পরে তার বোনের করা মামলায় সাত পুলিশ সদস্য, তিন এপিবিএন পুলিশ সদস্য ও পুলিশের মামলার তিন সাক্ষীসহ মোট ১৩ আসামি এ মামলায় আটক রয়েছে।

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *