Type to search

সারিয়াকান্দিতে মাদক মামলার আসামি গ্রেফতার

জাতীয়

সারিয়াকান্দিতে মাদক মামলার আসামি গ্রেফতার

অনলইন ডেস্ক: বগুড়ার সারিয়াকান্দিতে মাদক মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামি আব্দুল মালেক বেপারি (২৮) উপজেলার সদর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের মোজাম্মেল হক বেপারির ছেলে।

জানা গেছে, ২ মার্চ সকাল ৬ টায় সারিয়াকান্দির হাটশেরপুর ইউনিয়নের শাহানবান্ধা গ্রামের নিপুর মুদির দোকানের সামনে মাদক বিক্রয়য়ের সময় মালেককে আটক করা হয়। এ সময় আটককৃত মালেকের দেহ তল্লাশি করে ৩০টি ইয়াবা ট্যাবলেট ও ৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, আসামিকে কৌশলে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। বুধবার সকালে তাকে বগুড়া জেলার আদালতে প্রেরণ করা হয়েছে।
সূএ:বাংলাদেশ প্রতিদিন