সাতক্ষীরা মেডিকেলে শিশু ধর্ষণের চেষ্টা

অপরাজেয় বাংলা ডেক্স
শীতের কম্বল দেওয়ার নাম করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চম তলায় এক শিশুকে (১২) ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে।
মঙ্গলবার (০৫ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে অভিযুক্ত মিন্টু হোসেন নক্কু পালিয়ে গেছে।
নক্কু সাতক্ষীরার বাঁকাল ইসলামপুর গ্রামের হজরত আলীর ছেলে।
সাতক্ষীরা সদর থানার ওসি আসাদ্জ্জুামান জানান, ‘নির্যাতিতা’ মেয়েটির মা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের চায়ের দোকান পরিচালনা করেন। নক্কু ওই চায়ের দোকানে আসা যাওয়া করতো। মঙ্গলবার সন্ধ্যায় নক্কু মেয়েটিকে কম্বল দেওয়ার কথা বলে মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চম তলায় নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় হাসপাতালের লোকজন টের পেলে নক্কু পালিয়ে যায়। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে নক্কুকে আসামি করে থানায় অভিযোগ দাখিল করেন। রাতেই অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।সূত্র, সুবর্ণভূমি