Type to search

সাগরদাঁড়ি সবুজের মায়ায় ঘেরা ছোট্ট একটি গ্রাম

বিনোদন

সাগরদাঁড়ি সবুজের মায়ায় ঘেরা ছোট্ট একটি গ্রাম

আব্দুল্লাহ আল মামুন:  কপোতাক্ষের তীর ঘেঁষে বহুকাল ধরে দাঁড়িয়ে আছে শ্যামল মায়ের গ্রাম। বাংলা সনেটের জনক মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি। এমন কোথাও যদি ঘুরতে যেতে চান, যেখানে সৌন্দর্য, সাহিত্য এবং ইতিহাসের সমাহার থাকবে; তাহলে সাগরদাঁড়ি গ্রাম থাকবে পছন্দের তালিকার শীর্ষে। গ্রামটি যশোর জেলার কেশবপুর থানার অন্তর্গত। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাবা রাজনারায়ণ দত্ত ছিলেন তৎকালীন জমিদার। বিশাল জায়গাজুড়ে থাকা জমিদার বাড়িটি এখনো তার জৌলুসের জানান দিয়ে যাচ্ছে। সাগড়দাঁড়িতে অবস্থিত এ বাড়িতেই মাইকেল মধুসূদন দত্তের ছেলেবেলা কাটে। বাড়ির পূর্বপাশ দিয়ে বয়ে চলেছে বিখ্যাত কপোতাক্ষ নদ, যার মন ভোলানো সৌন্দর্যে মুগ্ধ না হয়ে পারবেন না। এ নদের কালোজলে যখন বিকেলের সূর্যের স্নিগ্ধ আলো পড়ে; তখন আপনার চোখ সেই দৃশ্যে বিমোহিত হবে।

ভ্রমণপিপাসুরা এখানে এলে দেখতে পাবেন গ্রামের শুরুতেই একটি প্রাচীন মসজিদ অবস্থিত। সেখান থেকে কিছুটা পথ পেরিয়ে এলেই পড়বে পদ্মপুকুরসহ জমিদার বাড়ি। এখন পুরো বাড়িটি ঘিরেই তৈরি করা হয়েছে পুরাতত্ত্ব জাদুঘর। এখানে দেখতে পাবেন কবির নিজহাতে লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরসহ বিভিন্ন গুণীজনের কাছে পাঠানো চিঠিপত্র এবং তৎকালীন জমিদারদের ব্যবহার্য দ্রব্যাদি। যেগুলো প্রমাণ করে যে, তারা তখন কতটা সমৃদ্ধ ছিলেন। বাড়ির ঠিক মাঝখানে রয়েছে একটি দুর্গামন্দির। প্রতিবছর খুব জাঁকজমক করে দুর্গা পূজা করা হতো। বিশাল পদ্মপুকুরের পাশেই অবস্থিত

[Message clippe

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *