জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে।
সাইক্লোন আম্পানের আঘাতে যশোরের কেশবপুর উপজেলায় একজন নিহত হয়েছেন। এছাড়া গাছপালা, ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পিলার ভেঙ্গে, তার ছিড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো উপজেলা। এদিকে প্রায় ৩৬ ঘন্টা পর কেশবপুর পৌর এলাকার সামান্য কিছু এলাকার বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল আটটার দিকে কেশবপুর উপজেলা সদর ইউনিয়নের মূলগ্রামের মুনতাজ সরদারের ছেলে শাহিন সরদার (৪২) সাইক্লোনের আঘাতে ভেঙে যাওয়া একটি গাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে মারা যান। উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান এই তথ্য নিশ্চিত করেছেন।
ঝড়ে এ পর্যন্ত ১৫ জন আহতের খবর পাওয়া গেছে। গোটা কেশবপুর উপজেলা বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে। ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা চালু করার চেষ্টা করছেন।