Type to search

সাংবাদিক আসলাম হোসেনের জানাজায় গণ মানুষের ঢল

অভয়নগর

সাংবাদিক আসলাম হোসেনের জানাজায় গণ মানুষের ঢল

স্টাফ রিপোর্টার: দৈনিক নওয়াপাড়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আসলাম হোসেন’র নামাজে জানাযা আজ রোববার সন্ধ্যায় নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাযায় আ.লীগ.বিএনপি,জাতীয় পার্টি সহ সকল রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ, যশোর খুলনার সাংবাদিক, ব্যবসায়ী নের্তৃবৃন্দ, এলাকার শিক্ষকবৃন্দ সহ সর্বস্তরের জনতার ঢল নামে। পরে তার লাশ ভৈরব নদীর পাড়ে শংকরপাশা গ্রামের পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।
আসলাম হোসেন প্রায় এক মাস যাবৎ ফুসফুস জনিত সমস্যা নিয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। রবিবার ভোর আনুমানিক সাড়ে ৪ টার সময় ল্যাব এইড হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আসলাম হোসেনের অকাল মৃত্যুতে নওয়াপাড়া প্রেস ক্লাব, অভয়নগর প্রেসক্লাব, অভয়নগর উপজেলা আওয়ামী লীগ, দৈনিক নওয়াপাড়া পরিবার, সার ব্যবসায়ী সমিতি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।