Type to search

সহমরণ নদীর সাথে 

সাহিত্য

সহমরণ নদীর সাথে 

বিলাল মাহিনী
এখানে নদী বেচাকেনা হয়
হাওড় বাওড় দিঘি, খালও
নদী কিনবে?
নদীর জল, পলিমাটি, বালুকণা
সব বেচে দেবে দস্যুরা,
ওরা গিলে খাবে সাগর পাহাড় বন
ইজারা দেবে মানুষের মন।
নদী বিদ্রোহী হয়ে উঠলো-
মিছিলে মিছিলে স্লোগানে স্লোগানে অধিকারের কথা বললো, নির্মল জল ও মায়াবী ঢেউ বুকে নিয়ে বেঁচে থাকার দাবি করলো,
নদীর মিছিলে হামলা হলো
হায়েনার বুলেটে ঝাঁঝরে গেলো বুক
লাল হলো ভাটার জল
ঝরলো বহুত নদীর প্রাণ।
নদী এ্যরেস্ট হলো
রিমান্ড হলো টানা চার মাসের,
তিন বছর হজত খাটার পর দস্যু আদালতে শত বছরের জেল,
সুপ্রিম কোর্টে বিচারের রায় গেলো ঘুরে, দস্যুদের দাবির মুখে আইনের ধারা পাল্টে নদীর হলো ফাঁসি,
এখন তার বুকে বালু রক্ত বহে,
মরা নদীর চিহ্নটুকুও এখন আর খুঁজে পাওয়া যায় না।
নদীপ্রেমীরা নদীর মিছিলে সখ্যতা জানালো, নদীদের দাবির পক্ষে ফুঁসে উঠলো জনতা, সেই মিছিলে আমিও ছিলাম, নদী বাঁচাতে বুক পেতে দিয়েছি বুলেটের সামনে, হয়েছে নদীর সাথে সহমরণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *