Type to search

সর্প্ দংশনে করণিয় অ্যাপ

লাইফস্টাইল

সর্প্ দংশনে করণিয় অ্যাপ

অপরাজেয় বাংলা ডেক্স-সাধারণত বর্ষাকালে সাপের উপদ্রব বাড়ে। এই উপদ্রব কমাতে ও সাপের কামড়ে মৃত্যু ঠেকাতে ‘স্নেক বাইট অ্যান্ড পয়জন ইনফরমেশন’ নামে জনসচেতনতামূলক একটি অ্যাপ এনেছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার।

সাপের কামড়ে প্রাথমিক চিকিৎসাসহ নানা রকমের তথ্য রয়েছে অ্যাপটিতে।
সরকারি হিসেবে, প্রতি বছরই সাপের কামড়ে ভারতজুড়ে প্রায় ৫০ হাজার মানুষের মৃত্যু হয়। তবে বেসরকারি হিসেবে এ সংখ্যা আরও বেশি। গোটা ভারতের মধ্যে পশ্চিমবঙ্গই ঝুঁকির দিক দিয়ে অন্যতম।
তথ্যানুযায়ী, মূলত সচেতনতার অভাবেই সাপের কামড়ে মৃত্যুর হার এত বেশি। তাই সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই দেশে প্রথম এ ধরনের পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
অ্যাপটিতে ইংরেজি ও বাংলা দু’টি অপশনই রয়েছে। সাপে কামড়ালে প্রথম ধাপে কি করতে হয়, কি করতে নেই, প্রাথমিক চিকিৎসা কি হওয়া উচিত, বিষ প্রতিরোধে কি করতে হবে- এ বিষয়গুলোই শেখাবে অ্যাপটি। পাশাপাশি সাপের বিষ ও এর ধরণ নিয়েও বিস্তারিত তথ্য থাকছে অ্যাপে।
এছাড়াও কীভাবে সাপের উপদ্রব কমানো যাবে, সাপের আচরণ কেমন, কোন সময়, কেমন পরিস্থিতিতে সাপে কামড়ানোর সম্ভবনা বেশি, বিষধর সাপের প্রকারভেদ- এ ধরনের সব তথ্যই দেবে ‘স্নেক বাইট অ্যান্ড পয়জন ইনফরমেশন’ অ্যাপ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *