Type to search

সম্মুখযোদ্ধা হিসেবে ক্ষতিপূরণ প্রাপ্তদের শীর্ষে পুলিশ

জাতীয়

সম্মুখযোদ্ধা হিসেবে ক্ষতিপূরণ প্রাপ্তদের শীর্ষে পুলিশ

 

অপরাজেয় বাংলা ডেক্স : করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ১৩২ জন সম্মুখযোদ্ধার পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছে সরকার। সবচেয়ে বেশি ক্ষতিপূরণের অর্থ পেয়েছে পুলিশ বিভাগ। পুলিশ বিভাগে মারা যাওয়া ৬৮ কর্মকর্তা-কর্মচারীর পরিবার ক্ষতিপূরণের টাকা পেয়েছেন। ইতোমধ্যে ১৩২ জন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ক্ষতিপূরণ বাবদ ৬১ কোটি ৬০ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্যানুসারে, পুলিশের পরই মোট ১৩২ জন ফ্রন্টলাইনার বা সম্মুখযোদ্ধাদের মধ্যে সামনে আছেন ১৮ সেবিকা। বাকিরা হলেন, ১৩ জন চিকিৎসক, ১৫ জন বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও ১৮ জন কর্মচারী।

এদিকে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির এক বছর পর ১৪টি হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের জন্য দুই মাসের বিশেষ প্রণোদনা বরাদ্দ দিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগের বাজেট শাখা। একহাজার ৪৭৪ জন চিকিৎসক, ৪০৬ জন নার্স ও ৯৮১ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী এই প্রণোদনা পাবেন। টাকার অঙ্কে এই প্রণোদনার পরিমাণ ১৫ কোটি ২৭ লাখ ৬৪ হাজার ৯০২ টাকা। দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এপর্যন্ত ১৫৫ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন দুই হাজার ৯১১ জন চিকিৎসক। সূত্র,বাংলাট্রিবিউন

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *