Type to search

সমগীত সন্মাননা ২০২৩ পেলেন গণশিল্পী রণজিৎ বাওয়ালী

অভয়নগর জাতীয় সাহিত্য

সমগীত সন্মাননা ২০২৩ পেলেন গণশিল্পী রণজিৎ বাওয়ালী

সমগীত সন্মাননা ২০২৩ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত।
গত ২৪ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার, বিকাল ৪:৪৫টায় কেন্দ্রীয় শহীদ মিনার, চাষাড়া, নারায়ণগঞ্জে যশোরের ভবদহ আন্দোলনসহ, বিভিন্ন সামাজিক, প্রাণ-প্রকৃতি রক্ষার আন্দোলনের সংগ্রামী সংগঠক, গণশিল্পী রণজিৎ বাওয়ালীর প্রতি সমগীতের শ্রদ্ধার্হ নিবেদন করা হয়। রণজিৎ বাওয়ালীর হাতে সন্মাননা স্মারক তুলেদেন শিল্পী রফিউর রাব্বি। মঈন ফাউন্ডেশন প্রদত্ত নগদ অর্থ তুলেদেন রথীন চক্রবর্তী। ফুলের মালা পড়িয়ে দেন সমগীত কেন্রেদ্বেরীয় কমিটির সহসভাপ্রধান রেবেকা নীলা, চাদর পড়িয়ে দেন সমগীত শুভানুধ্যায়ী হাসানুজ্জামান। রণজিৎ বাওয়ালীর পরিচিতি পাঠ করেন ঈশিকা শিঞ্জন ষড়জ। নারায়ণগঞ্জ কমিটিকে পরিচয় করিয়ে দেন কেন্দ্রীয় কমিটির সাধারাণ সম্পাদক বিথী ঘোষ। সভাপতিত্ব করেন আলী আশরাফ। আলোচনা করেন রফিউর রাব্বি ও অমল আকাশ। অনুভূতি ব্যক্ত করেন গণশিল্পী রণজিৎ বাওয়ালী।অনুষ্ঠান সঞ্চালনা করেন সমগীত কেন্দ্রীয় সভাপ্রধান দিনা তাজরিন।