Type to search

শ্রী তারাপদ দাস ও গাছের ফেরিওয়ালা বৃক্ষপ্রেমিক শ্রী আনন্দ সরকারকে গুণিজন সম্মাননা প্রদান

যশোর

শ্রী তারাপদ দাস ও গাছের ফেরিওয়ালা বৃক্ষপ্রেমিক শ্রী আনন্দ সরকারকে গুণিজন সম্মাননা প্রদান

অনুষ্ঠানে সামাজিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রবীণ শিক্ষাবিদ শ্রী তারাপদ দাস ও গাছের ফেরিওয়ালা তরুণ বৃক্ষপ্রেমিক বিদ্যার্থী শ্রী আনন্দ সরকারকে গুণিজন সম্মাননা প্রদান করা হয়। 
এসো ঋত- ঋদ্ধির পথে….
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে গীতা পাঠ প্রতিযোগিতা, গুণিজন সম্মাননা, নবীনবরণ, গীতাদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা।
প্রধান অতিথি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।
প্রধান বক্তা ছিলেন যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের উপাধ্যক্ষ আত্মবিভানন্দ মহারাজ।
বিশেষ অতিথি ছিলেন পূজা উদযাপন পরিষদ যশোরের সভাপতি দীপংকর দাস রতন, সরকারি মাইকেল মধুসূদন কলেজ যশোরের সহযোগী অধ্যাপক অসীম কুমার দত্ত, প্রদীপ কুমার অধিকারি, সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক গীতা রাণী ঘোষ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট যশোরের সহকারী প্রকল্প পরিচালাক চৈতি মহলদার, যবিপ্রবির সহযোগী অধ্যাপক তরুণ সেন,
সম্মানিত আলোচক ছিলেন শ্রীশ্রী দশমহাবিদ্যা ইসকন মন্দির চাঁচড়া যশোরের অধ্যক্ষ অপারগোবিন্দ দাস ব্রহ্মচারী, সনাতন বিদ্যার্থী সংসদ যশোরের উপদেষ্টা যশোর সরকারি সিটি কলেজের সহযোগী অধ্যাপক অলোক বসু, সরকারি মহিলা কলেজের প্রভাষক দীপ্তি মিত্র।
সভাপতিত্ব করেন সনাতন বিদ্যার্থী সংসদ যশোরের আহ্বায়ক বিদ্যুৎ দে।
অনুষ্ঠানে সামাজিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রবীণ শিক্ষাবিদ শ্রী তারাপদ দাস ও গাছের ফেরিওয়ালা তরুণ বৃক্ষপ্রেমিক বিদ্যার্থী শ্রী আনন্দ সরকারকে গুণিজন সম্মাননা প্রদান করা হয়।
স্বাগত বক্তব্য দেন সনাতন বিদ্যার্থী সংসদ যশোরের উপদেষ্টা অভিজিৎ চক্রবর্তী।
সঞ্চালনা করেন দেবাশীষ রায়।
আয়োজনে : সনাতন বিদ্যার্থী সংসদ যশোর।
ভ্যেনু : যশোর কালেক্টরেট স্কুল মিলনায়তন