শেষ মুর্হুতে জমে উঠেছে কক্সবাজারের কোরবনির পশুর হাট

স্টাফ রিপোর্টারঃ শেষ মুর্হুতে জমে উঠেছে কক্সবাজারের কোরবনির পশুর হাট। তবে এবার
বড় গরুর চেয়ে ছোট গরুর চাহিদা একটু বেশি।
প্রতিবছরের ন্যায় এবার কক্সবাজার সদর উপজেলার এই হাটে বিভিন্ন জেলা থেকে গবাদি পশু নিয়ে আসছেন খামারিরা। বেপারিরা বলছেন, এবার করোনার কারণে মাঝারী আকার গরু মহিষের চাহিদা একটি বেশি। তবে বড় গরুর ক্রেতা কম থাকা দামও কম। এতে লোকশানে পরার আশঙ্কা করছেন কামারিরা। এদিকে হাটের নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। অন্যদিকে বরিশালের বাকেরগঞ্জের বোয়ালিয়ায়য় এখনো জমি উঠেনি কোরবানির পশুর হাট। হাটে গবাদি পশু থাকলেও ক্রেতার সংখ্যা কম। বিক্রেতারা বলছেন, করোনার কারণে আর্থিত সংকট থাকায় এবার গরুর চেয়ে ছাগলের চাহিদা একটু বেশি। এতে দুশ্চিন্তায় গরু ব্যবসায়ীরা। তবে হাট স্বাস্থ্যবিধি মানতে কাজ করছে স্থানীয় প্রশাসন।