Type to search

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন জাতিকে আশায় আলো দেখিয়েছিল- সন্তোষ কুমার অধিকারী 

অভয়নগর

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন জাতিকে আশায় আলো দেখিয়েছিল- সন্তোষ কুমার অধিকারী 

১৯৮১ সালের আজকের এই দিনে বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগ সভাপতি ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার  স্বদেশ প্রত্যাবর্তন বাঙালি জাতিকে আশায় আলো দেখিয়েছিল বললেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বাঘারপাড়া উপজেলা শাখার সভাপতি ও বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী।
গতকাল ১৭ মে সকালে  শেখ হাসিনার ৪৩ তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যশোরের বাঘারপাড়া উপজেলার  দোহাকুলা রায়কমল মঞ্জিল  থেকে আনন্দ শোভাযাত্রা বাজার, উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে দোহাকুলা নিজ বাসভবনে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। নিঃসংশ এই হত্যাকাণ্ডের পর স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করে বাঙালি জাতির অস্তিত্বকে বিপন্ন করতে নানামুখী ষড়যন্ত্র শুরু করে ঘাতক গোষ্ঠী। তবে ভাগ্যক্রমে দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনা। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর বাঙালি জাতির জীবনে জগদ্দল পাথরের মতো চেপে বসে ঘোর অমানিশার অন্ধকার। ঠিক এমনি ক্রান্তিলগ্নে ১৯৮১ সালের ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে সংগঠনের সভাপতি নির্বাচিত করা হয়। দেশমাতৃকার মুক্তির সংগ্রামে নেতৃত্ব দেওয়ার পবিত্র দায়িত্ব অর্পণ করা হয় জাতির পিতার জ্যেষ্ঠ কন্যার হাতে। দেশ গড়ার সংকল্প নিয়ে নিজের জীবনকে বাজি রেখে ১৯৮১ সালের ১৭ মে দীর্ঘ নির্বাসন শেষে শেখ হাসিনা  বাংলার মাটিতে ফিরে আসেন। এদিন বিকেল সাড়ে ৪ টায় ইন্ডিয়ান এয়ারলাইনসের একটি বোয়িং বিমানে তিনি ভারতের রাজধানী দিল্লি থেকে কলকাতা হয়ে তৎকালীন ঢাকার কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।তার আগমন উপলক্ষে আওয়ামী লীগ, সহযোগী সংগঠন বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দেশব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেন। স্বস্তি ফেরে দেশের মানুষের অন্তরে। আশায় আলো দেখে দেশের সাধারণ মানুষ। দেশের মানুষের সেই আশা স্বপ্ন আজ বাস্তবে রুপ নিয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে রল মডেল। এসময় তিনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন এবং উন্নয়নের ধরা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। উক্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  বাঘারপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান আলী,  বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ ছদর উদ্দিন, বাঘারপাড়া উপজেলা পরিষদের  ভাইস চেয়ারম্যান আঃ রউফ মোল্যা, দোহাকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোতালেব তরফদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।