Type to search

শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তুর স্থাপন

খেলাধুলা

শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তুর স্থাপন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোর জেলার মণিরামপুর উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তুর উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) উপজেলা চত্বরে এ উদ্বোধন অনুষ্ঠান হয়।

মনিরামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান উপস্থিত থেকে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন-যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহামুদুল হাসান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নজরুল ইসলাম, জাতীয় ক্রীড়া পরিষদের অতিরিক্ত সচিব পরিমল সিংহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেন,স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার নেতৃত্বের সরকার সব চেষ্টা অব্যাহত রেখেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। জামায়াত-শিবির-বিএনপি দেশকে ধ্বংস করেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন,আপনারা সজাগ থাকবেন, সতর্ক থাকবেন যাতে বিএনপি-জামায়াত মাথা চাড়া দিয়ে উঠতে না পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *