Type to search

শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার স্থাপনে জেলা প্রশাসনের অবহেলা ও অসযোগিতার প্রতিবাদে মানববন্ধন

জাতীয়

শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার স্থাপনে জেলা প্রশাসনের অবহেলা ও অসযোগিতার প্রতিবাদে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি, মির্জা মাহামুদ রন্টুশেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার স্থাপনে জেলা প্রশাসনের অবহেলা ও অসযোগিতার প্রতিবাদে মানববন্ধন, অনতি বিলম্বে ডিসি’র প্রত্যাহারের দাবি নড়াইল জেলা ছাত্রলীগের। নড়াইল জেলা শহরে সন্নিকটে সীমাখালী বা রঘুনাথপুর মৌজায়‘শেখ কামাল আই টি ট্রেনিং এন্ড ইমকিউবেশন সেন্টার’ স্থাপনের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর আবেদেন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। মাশরাফী বিন মোর্ত্তজার এ আবেদনের প্রেক্ষিতে গত মে মাসের ১৯ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব মো: তোফাজ্জেল হোসেন মিয়ার স্বাক্ষরিত এক পত্রেডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবকে নড়াইলে জরুরিভাবে‘শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইমকিউবেশন সেন্টার’ স্থাপনের জন্য প্রধানমন্ত্রীর উপযুক্ত নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করা হয়। অতি সম্প্রতি নড়াইলে‘শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইমকিউবেশন সেন্টার’ স্থাপন হচ্ছেনা এমন খবর সামাজিক যোগা যোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সামাজিক যোগা যোগ মাধ্যম ফেস বুকে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ‘শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইমকিউবেশন সেন্টার’নড়াইলে স্থাপন না হওয়ার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে নানা মন্তব্য ও প্রতিবাদ করতে শুরু করে। তারই ফলশ্রুতিতে আজবৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলাসাড়ে ১১টায় নড়াইল চৌরাস্তা হতে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি মিছিল বের হয় এবং একই সময়ে জেলা শিল্পকলা চত্বর থেকে আর এক টি মিছিল নড়াইলের সাধারণ শ্রেণি পেশার সচেতন নাগরিকের পক্ষে মো. রাসেল বিল্লাহর নেতৃত্বে চৌরাস্তয় এসে মিলিত হয়।মিছিল দু’টি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিট ভবনের সামনে গিয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলা কালে নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা কে অনতি বিলম্বে প্রত্যাহার ও বিচারের দাবি রেখে বক্তব্য রাখেন, জেলা ছাত্র লীগের সভাপতি শাহরিয়ার মীম, সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ,সাবেক জেলা ছাত্র লীগের সভাপতি মুকুল, সদর উপজেলা ছাত্র লীগের সভাপতি মামুন, কাউন্সিলর কাজী জহিরুল হক সহ প্রমুখ।## নড়াইল প্রতিনিধি/মির্জা মাহামুদ রন্টু/০১৭২৫৭১৫৬৪০তাং- ২৭/০৮/২০২০ ইং

Tags: