বিবৃতিতে বলা হয়েছে বুয়েনস আইরেসের সান ইসিন্দ্রোর প্রসিকিউটররা এই অনুসন্ধান করবেন। তদন্তের স্বার্থে এরই মধ্যে ম্যারাডোনার নিকট আত্মীয়সহ অনেকেরই বক্তব্য রেকর্ড করা হয়েছে। দিয়েগোর ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুকের বাসা ও ক্লিনিকে অনুসন্ধান চালানো জরুরি বলে বনে করছেন তদন্তকারী কর্মকর্তারা। যদিও কি কারণে হবে এই অনুসন্ধান তা খোলাসা করেনি প্রসিকিউটররা। তবে ম্যারাডোনার আইনজীবীর দাবি আর্জেন্টাইন কিংবদন্তীকে জরুরি সেবা দিতে বিলম্ব করা হয়েছিল। অ্যাম্বুলেন্সও নাকি বেশ দেরি করে এসেছিল।
সূত্র, DBC বাংলা