শুক্রবার নওয়াপাড়ায় ভৈরব নদে নৌকা বাইচ

স্টাফ রিপোর্টার
নওয়াপাড়া পৌর সভার আয়োজনে আগামী শুক্রবার (১১/১১/২২) ভৈরব নদে নৌকা বাইচ অনুষ্ঠিত হবে। নৌকা বাইচ উপলক্ষে পৌর কর্তৃপক্ষ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। বুধবার বিকালে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন পৌর সভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মেয়র সুশান্ত কুমার দাসের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন নৌকা বাইচ বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মঈনুর জহুর মুকুল। লিখিত বক্তব্যে তিনি জানান, এবছর নৌকা বাইচের পৃষ্ঠপোষকতা করছেন আফিল গ্রæপের চেয়ারম্যান ৮৫ যশোর ১ আসনের এম পি শেখ আফিল উদ্দীন, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করবেন যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, নৌকা বাইচ প্রতিযোগিতায় ৮টি নৌকা অংশগ্রহণ করবে। নৌকা গুলো কয়রা. দিঘলিয়া,তেরখাদা,আলফাডাঙ্গা,মুকসুদপুর ও টুঙ্গীপাড়া থেকে আসবে। সংবাদ সম্মেলনে মেয়র সুশান্ত কুমার দাস সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, করনার কারনে দুই বছর নৌকা বাইচ উদযাপিত
হয়নি। এবছর আশাকরা যাচ্ছে দুই লাখের বেশি দর্শকের সমাগম ঘটবে। প্রতিযোগিতায় প্রথম পুরষ্কার থাকবে ৫০ হাজার টাকা,দ্বিতীয় পুরষ্কার ৪০ হাজার ও তৃতীয় পুরষ্কার ৩০ হাজার টাকা। এছাড়া অংশগ্রহণকারি সকল দলকে সম্মাননা পুরষ্কার দেওয়া হবে। বাইচ এলাকার মধ্যে কোন প্রকার জনসাধরণের প্রমোদ তরী চলতে দেওয়া হবে না। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) থান্ডার মো: কামরুজ্জামান, পৌর সভার সচিব মোশারেফ হোসেন সহ পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারি বৃন্দ।