Type to search

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে মানববন্ধন

যশোর

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে মানববন্ধন

অপরাজেয়বাংলা ডেক্স: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে যশোরে স্কুল, কলেজ, মাদ্রসা ও বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিত মানববন্ধন করেছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন করা হয়।

ঘন্টাব্যাপি মানববন্ধন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি মিয়া মো: আব্দুল হালিমের সভাপতিত্বে ৫ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা শোয়াইব হোসেন।

এসময় তিনি বলেন, ধ্বংসের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। হাট-বাজার, কল-কারখানা, গণপরিবহন ও বিনোদন কেন্দ্রসহ সবকিছু খোলা থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে জাতিকে মেধাহীন করার চক্রান্ত চলছে। বিশ্বে যেসকল দেশে করোনা মহামারী ভয়াবহ আকার ধারণ করেছিলো সব দেশ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে।

তাই জাতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জোর দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

সূত্র,ডিবিসি নিউজ