Type to search

শাবিপ্রবির ‘স্বৈরাচারী’ উপাচার্যের পদত্যাগ দাবিতে শাহবাগে গণ-অবস্থান

শিক্ষা

শাবিপ্রবির ‘স্বৈরাচারী’ উপাচার্যের পদত্যাগ দাবিতে শাহবাগে গণ-অবস্থান

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচি শুরু হয়। ‘শাবিপ্রবির শিক্ষার্থীদের সাথে আমরা’ ব্যানারে বামপন্থী আটটি ছাত্রসংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নিচ্ছেন। আজ সন্ধ্যা পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আয়োজকেরা।

জয়দীপ ভট্টাচার্য বলেন, ‘গণ-অবস্থান কর্মসূচি চলবে। আমাদের মাইক আজ সবার জন্য খোলা থাকবে। যেকোনো শ্রেণিপেশার মানুষ এখানে এসে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি তাঁদের অনুভূতি ও সমর্থন জানাতে পারবেন। এ জন্যই আমাদের এ কর্মসূচি।’

ছাত্র ইউনিয়নের একাংশের কেন্দ্রীয় সহসভাপতি অনিক রায়ের সঞ্চালনায় কর্মসূচিতে ছাত্রনেতাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বক্তব্য দিচ্ছেন। বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদসহ বেশ কয়েক শিক্ষকের এ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে

প্রথম আলো