Type to search

শাবিপ্রবির এফইটি বিভাগের নতুন বিভাগীয় প্রধান হলেন যশোরের কৃতি সন্তান অধ্যাপক ড. জি.এম. রবিউল ইসলাম

জাতীয় শিক্ষা

শাবিপ্রবির এফইটি বিভাগের নতুন বিভাগীয় প্রধান হলেন যশোরের কৃতি সন্তান অধ্যাপক ড. জি.এম. রবিউল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি(এফইটি) বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে গত সোমবার (২৪ আগস্ট) দায়িত্ব গ্রহন করেছেন অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম।তিনি সদ্য বিদায়ী বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ইফতেখার আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন। এফইটি বিভাগ নিয়ে তাঁর ভবিষ্যৎ ভাবনার কথা জানতে চাইলে তিনি বলেন, “বিভাগের কোর্স ও কারিকুলামকে আরো আধুনিক জ্ঞান নির্ভর ও যুগোপযোগী করে তুলতে হবে তবেই আমাদের গ্রাজুয়েটরা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবে।সিলেট অঞ্চল তথা পুরো দেশের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে একটি আধুনিক গবেষণাগার ও সেন্টার গড়ে তুলতে হবে।” তিনি আরো বলেন, “দেশ এখন মোটামুটিভাবে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ তবে সঠিকভাবে প্রক্রিয়াকরন করা গেলে সকল মানুষের চাহিদা মিটিয়ে বিদেশেও খাদ্য রপ্তানী করা সম্ভব,এ সেক্টরে আমাদের বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।” তিনি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, বিভাগের সকল শিক্ষক, কর্মকতা, কর্মচারী, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। উল্লেখ্য ড. জি. এম. রবিউল ইসলামের জন্ম যশোর জেলার মনিরামপুর উপজেলায়।তিনি খুলনা বিশ্ববিদ্যালয় হতে Agriculture Engineering এ বিএসসি সম্পন্ন করে বেলজিয়ামের বিখ্যাত Ghent University থেকে VLIR স্কলারশিপে নিউট্রিশন এন্ড রুলাল ডেভেলপমেন্ট বিষয়ে এমএসসি,পরবর্তীতে তিনি জাপান থেকে পাবলিক হেল্থ বিষয়ে পি.এইচ.ডি ডিগ্রী অর্জন করেন।বর্তমানে আন্তর্জাতিক ভাবে স্বকৃীত বিভিন্ন জার্নালে তার Food Safety, public health,chemical hazard, Consumer behaviour,Food policy ইত্যাদি বিষয়ে ২৫ টির ও বেশী গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।তিনি অত্র বিভাগে ২০০৪ সালে প্রভাষক হিসাবে যোগদান করেন এবং সর্বশেষ ২০১৯ সালে অধ্যাপক হিসাবে পদোন্নতি লাভ করেন। অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম বিভাগীয় প্রধান হওয়াতে বিভাগের শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং বিভাগের বিভিন্ন সংগঠন অভিনন্দন জানিয়েছেন।

Tags: