Type to search

শরীয়তপুরে খাল বন্ধ করে রাস্তা নির্মাণ, বিপাকে স্থানীয়রা

অন্যান্য

শরীয়তপুরে খাল বন্ধ করে রাস্তা নির্মাণ, বিপাকে স্থানীয়রা

ডেস্ক রিপোর্টঃ  শরীয়তপুরে নড়িয়ায় বাঁধ দিয়ে খালের পানি প্রবাহ বন্ধ করে দিয়েছেন স্থানীয় এক প্রভাবশালী। এতে ভোগান্তিতে পড়েছেন কৃষকরা, পানির অভাবে বন্ধ প্রায় ১শ’ একর জমির চাষাবাদ। বারবার অভিযোগ করেও সুফল পাননি স্থানীয়রা।

শরীয়তপুরেল নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের বাহির কুশিয়া গ্রাম। শত বছরের পুরোনো এই পথ দিয়ে প্রতিদিন যাতায়াত করতেন কয়েক হাজার মানুষ।

কিন্তু ৩ বছর আগে এই পথের মাঝে দেয়াল ও বাড়ি নির্মাণ করেন ইউনিয়ন বিএনপি সভাপতি জালাল বাঘা ও তার ভাতিজা মিথুন বাঘা। শুধু তাই নয় বাড়ির সামনে বাঁধ দিয়ে হাঁটা পথ তৈরি করায় বন্ধ হয়ে যায় খালের মুখ। এতে ভোগান্তিতে পড়েছেন এই খালের পানির ওপর নির্ভরশীল কৃষকরা।

এলাকাবাসি বলেন, ‘ধান আবাদ করার জন্য বীজ ফেলতে হবে পানিও সরে না, বীজও ফেলতে পারি না। বিল্ডিং উঠাইয়া রাস্তা বন্ধ করে দিছে। আমরা ভুক্তভোগী গ্রামবাসিরা অনেক সমস্যার মধ্যে আছি ‘

এলাকাবাসি আরো বলেন, ‘বাধাও দেয়ার পরো শোনে নি বাড়ির সামনে বাঁধ দিয়ে হাঁটা পথ তৈরি করায় বন্ধ হয়ে যায় খালের মুখ। বারবার অভিযোগ করেও মেলেনি সুফল।’

উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, ‘দীর্ঘদিন ধরে এখানকার কৃষকরা এই সেচ খাল ব্যবহার করে তাদের প্রায় ১শ একর জমির কৃষি কাজ করে আসছে। এলাকার কৃষকদের স্বার্থে খালটা চলমান থাকা খুবই জরুরী।’

ঘড়িসার ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল বাঘা বলেন, ‘রাস্তাটি সরকারিভাবে স্বীকৃত নয়, এটা আমাদের ব্যক্তিগত জায়গা তাই স্থাপনা তৈরি করা হয়েছে। আর তাছাড়া আমরা তো খালের নিজ দিয়ে কাল ভাট দিয়ে দিয়েছি।’

ভূমি সহকারী কমিশনার মোহাম্মদ মোরসেদুল ইসলাম বলেন, ‘খাল ভরাট করে পানি প্রবাহ বন্ধ রেখেছে এবং কৃষি কাজের বেঘাত ঘটছে। এই ধরনের অভিযোগের অনুমতি পেয়েছি। অবশ্যই অভিযোগের তদন্ত করে ব্যবস্থা নেয়া হব।’

সূত্র: DBC News

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *