Type to search

শপথ নিলেন শাহীন চাকলাদার

জাতীয়

শপথ নিলেন শাহীন চাকলাদার

অপরাজেয় বাংলা ডেক্স: একাদশ জাতীয় সংসদের উপ-নির্বাচনে বগুড়া- ১ আসনের সরকারি দল আওয়ামী লীগ মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য বেগম সাহাদারা মান্নান এবং যশোর-৬ আসনের সংসদ সদস্য মোঃ শাহীন চাকলাদারের শপথ গ্রহণ অনুষ্ঠান আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদ্বয়কে শপথ বাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ ফজলে রাব্বী মিয়া এমপি, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি এবং মোঃ নাসির উদ্দিন এমপি উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বগুড়া-১ আসন থেকে বিজয়ী সাহাদারা মান্নান তার স্বামী আব্দুল মান্নানের মৃত্যুতে শূন্য হওয়া আসনে বিজয়ী হয়েছেন। সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মৃত্যুজনিত কারণে শূন্য হওয়া যশোর-৬ আসনে সংসদ সদস্য হিসেবে মো. শাহীন চাকলাদার বিজয়ী হয়েছেন। সম্পাদনা : খালিদ আহমেদ

সূত্র আমাদের সময়