Type to search

শত শত মানুষ অপেক্ষায় বিকালে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ স্কুলছাত্রের

নড়াইল

শত শত মানুষ অপেক্ষায় বিকালে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ স্কুলছাত্রের

নড়াইল প্রতিনিধি
শত শত মানুষ অপেক্ষার প্রহর গুনছেন নড়াইলের লোহাগড়ায় বন্ধুদের সঙ্গে
মধুমতি নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া রাজিব ভূঁইয়ার (১৪) জন্য।
বুধবার (২৪ মে) দুপুর ৩টার দিকে লোহাগড়া উপজেলার ৬নং জয়পুর ইউনিয়নের
পুরাতন ধানাইড় গ্রামে মধুমতি নদীতে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে নিখোঁজ
হয় রাজিব ভূইয়াঁ।
নিখোঁজ রাজিব স্থানীয় মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র এবং
ধানাইড় গ্রামের জুলহাস ভূঁইয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ৩ টার দিকে মধুমতি নদীতে সাথে
গোসল করতে যায় রাজিব ও তার বন্ধুরা। এক পর্যায়ে এসে নদী সাঁতরে ওইপারে
যাওয়ার সময় নদীতে ডুবে নিখোঁজ হয় সে। খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের
একটি দল ঘটনাস্থলে পৌছায়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন রাজিব ভূঁইয়ার
নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত কওে বলেন, ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে
পৌছেছে। এবং পুলিশ তাদের সাথে উদ্ধার কাজে সহযোগিতা করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *