Type to search

শত শত ট্রেনযাত্রীর প্রাণ বাঁচানো সেই মা-ছেলে পুরস্কৃত

জেলার সংবাদ

শত শত ট্রেনযাত্রীর প্রাণ বাঁচানো সেই মা-ছেলে পুরস্কৃত

অপরাজেয় বাংলা ডেক্স

উপস্থিত বুদ্ধি ও সাহসিকতা দিয়ে শত শত ট্রেনযাত্রীর প্রাণ বাঁচানোয় সাজিদ ও মা’কে পুরস্কৃত করলো উপজেলা পরিষদ।

উপস্থিত বুদ্ধি দিয়ে নিশ্চিত ট্রেন দুর্ঘটনার হাত থেকে শত শত যাত্রীকে রক্ষা করা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার খাসবাগুরী গ্রামের সেই কিশোর সাজিদ ও তার মাকে  পুরস্কৃত করা হয়েছে। বুধবার(৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের পক্ষ থেকে সাজিদ ও তার মায়ের হাতে পুরস্কার হিসেবে নগদ অর্থ তুলে দেন পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না।

গেল রবিবার (২৭ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার খাসবাগুরী গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী সহিদা বেগম বাড়ির পার্শ্ববর্তী রেল লাইন পাড় হচ্ছিলেন। এ সময় তিনি রেল লাইনে ফাটল দেখে সাথে সাথে তিনি লাঠিতে লাল গেঞ্জি লাগিয়ে ছেলে সাজিদকে তা উড়াতে বলেন। পরে সাজিদ বিপদ সংকেত হিসেবে লাল গেঞ্জি উড়িয়ে ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান ট্রেনটিকে থামিয়ে দেন। এতে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনে থাকা শত শত যাত্রী। সেই সাথে এক ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পায় আন্তঃনগর ট্রেনটি।

সাজিদ হোসেন জানান, মায়ের নির্দেশে যাত্রীদের প্রাণ ও ট্রেন বাঁচাতেই লাল গেঞ্জি নিয়ে রেল লাইনে দাড়িয়ে বিপদ সংকেত দেখিয়েছিলাম। ট্রেন থামার সময় ভয় পেয়েছিলেন বলেও জানান সাজিদ। কিন্তু, যখন ট্রেনচালক, যাত্রী, ও স্থানীয়রা তাৎক্ষণিক এমন কাজের জন্য প্রশংসা করেন।

উপজেলা চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না বলেন, ‘কিশোর সাজিদের বুদ্ধিমত্তায় ট্রেন দুর্ঘটনার কবল থেকে অনেক যাত্রীর প্রাণ রক্ষা করেছে। এজন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে তার তাৎক্ষণিক বুদ্ধি ও সাহসীকতাকে সম্মানিত করা হল।’

 

 

সূত্র, DBC বাংলা