লোহাগড়ায় পথকলি শিশুদের ক্রিড়া শিক্ষা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্টিত
মির্জা মাহমুদ রন্টু: নড়াইল জেলা প্রতিনিধিঃ ওয়েসিস পাঠশালা’র অঙ্গীকার,শিক্ষার আলো হোক সবার” লোহাগড়ায় পথকলি শিশুদের ক্রিড়া শিক্ষা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্টিত হয়েছে। স্বাধীন সার্বভৌম বাংলায় ভাসমানেরা কেউ অবহেলিত নয়, ভাসমানদের পাশে আছি আমরা তরুণ,ওয়েসিস পাঠশালা’র অঙ্গীকার,শিক্ষার আলো হোক সবার”। ওয়েসিস ইয়ুথ সংগঠনের আয়োজনে নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদ ও ২বাংলারনিউজ এর কারিগরি সহযোগিতায় সরাসরি অনুষ্টিত হল পথকলি শিশুদের ক্রিড়া শিক্ষা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্টান। আজ ১০ সেপ্টম্বর বৃহস্পতিবার বিকালে মোল্লার মাঠ উপজেলা মিনি স্টেডিয়ামে এই চমকপ্রদ আয়োজন।
ওয়েসিস ইয়ুথ ফাউন্ডার মোঃ ইকরামুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বিষিষ্ট শিক্ষক মো মুরাদউদ দেীলা,প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমানের প্রতিনিধি এএসআই লুৎফর রহমান,বিষেশ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট সংগঠক নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদের চেয়ারম্যান ও ২বাংলারনিউজ সম্পাদক সৈয়দ খায়রুল আলম,বিষিষ্ট ব্যাবসায়ি ও লক্ষীপাশা ক্লাবের সম্পাদক সৈয়দ সবুর আলী,লিটিল সান স্কুলের প্রধান শিক্ষক তজিবর রহমান, কো-ফাউন্ডার সাকিব হাসান, মোঃ আল আমিন কো-ফাউন্ডার প্রমুখ। এ ছাড়া অরো উপস্হিত ছিলেন সাব্বির রায়হান (কার্যনির্বাহী সদস্য), মোঃ মিরাজুল ইসলাম (কার্যনির্বাহী সদস্য), এ সময় আরো উপস্হিত ছিল সংগঠনের সদস্যতানিশা ইসলাম মীম, বাকি বিল্লাহ্ পিয়াস,মোঃ হৃদয় মোল্যা,তানবীর শিকদার,জিসান খান,সিফাত মঞ্জুর স্বপ্নীল,এস.এম. আর্শীনুল বাহার,সাথি সুলতানা,ফাহিমুর রহমান সোহান,কে.এম. মুস্তাকীম,সুমাইয়া আফরিন শ্যামা,শোভানুল হক নিদ,মাহমুদ হাসান,মোঃ সৌরভ গাজি,শারমিন জামান স্নেহা প্রমুখ। এই তরুনেরা এলাকার পথশিশুদের খুজে এনে তাদের শিক্ষার ধারায় ফিরিয়ে আনতে এই আয়োজন করে তাদের এই সাংঘঠনিক যাত্রা শুরু করল বলে জানান এই তরুনেরা।প্রতিযোগিতা শেষে বিজিযীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি সহ আয়োজক সদস্যরা।