
অনলাইন ডেস্কঃ লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াবের পদত্যাগপত্র গ্রহণ করেছেন দেশটির প্রেসিডেন্ট মিশেল আউন। অবশ্য, নতুন মন্ত্রিসভা গঠনের আগ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সোমবার (১০ আগস্ট) রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী হাসান দিয়াব। এর আগে পদত্যাগ করে তার মন্ত্রীসভা। সাদ হারিরি পদত্যাগের পর গেলো জানুয়ারিতে হেজবুল্লাহর সমর্থন নিয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন হাসান।
গত ৪ আগস্ট বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণে ১৬৩ জনের প্রাণহানি এবং ৬ মানুষের আহতের ঘটনায় টানা ৫ দিন ধরেই বিক্ষোভ চলছে দেশটিতে। রয়টার্সের প্রতিবেদন বলছে, বন্দরে মজুত অ্যামোনিয়াম নাইট্রেট থেকে বড় ধরনের দুর্ঘটনার বিষয়ে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টকে ২০ জুলাই, আগাম সতকর্তা দেন দেশটির নিরাপত্তা কর্মকর্তারা।