করোনার কারনে ১৩১তম তিরোধান দিবস বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়। গত বছরও করোনার কারণে আয়োজন স্থগিত করে একাডেমি কর্তৃপক্ষ।
বাংলা ১২৯৭ সালের পহেলা কার্তিক সাধকলালন শাহ মৃত্যুবরন করেন। এর পর থেকে প্রতিবছর কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া লালন মাজারে তিন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানসহ লালন মেলা অনুষ্ঠিত হয়।
করোনার কারণে দ্বিতীয়বারের মতো এবারও কোনও উৎসব হচ্ছে না। গত ১২ই অক্টোবর লালন একাডেমী ও জেলা প্রশাসন সভা করে সব ধরনের অনুষ্ঠান বাতিল করে।
উৎসব বাতিল হলেও দেশের নানা জেলা থেকে বাউল ও ভক্তরা মাজারে আসছেন। তাদের অনেকেই মাঠসহ আশেপাশে অবস্থান করছেন। সূত্র,ডিবিসি নিউজ