লগডাউনে বিপাকে স্বল্প আয়ের মানুষ
প্রিয়ব্রত ধর,ভ্রাম্যমান প্রতিনিধি:চলছে করোনা ভাইরাসের প্রকোপ। দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে করণা ভাইরাস। আর এ ভাইরাসের মোকাবেলায় মেনে চলতে হচ্ছে সামাজিক দূরপ্ত,কিছুদিন যাবত যশোর জেলা লগডাউন থাকায় বিপাকে পড়েছে স্বল্প আয়ের মানুষ গুলো। যদিও রাস্তার যানবাহন নিয়ে আসা নিষেধ তবুও খাদ্যের যোগানে ইচ্ছা অনিচ্ছা শর্তেও বের হতে হচ্ছে ঘরের বাহিরে। জীবনের ঝুকি নিয়ে বাইরে বেরোলেও মিলছেনা কোন যাত্রী।প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাস্তায় নামলেও পারছে না কোন আয় রোজগার করতে। এমত অবস্থাতে হতাসা কাটছে না তাদের, দিনমজুর মানুষ গুলো খাবারের দাবিতে মানববন্ধন বিক্ষোভ করছে। কিন্তু পাচ্ছে না তেমন কোন খাদ্যের যোগাগ। তাই হতাশাও পিছু ছাড়ছে না তাদের।
Attachments area
|
|
|