Type to search

রুপসায় মন্দির ভাংচুরের প্রতিবাদে কেশবপুরে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত 

কেশবপুর

রুপসায় মন্দির ভাংচুরের প্রতিবাদে কেশবপুরে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত 

 

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে:  খুলনার রুপসা উপজেলার শিয়ালী গ্রামের মন্দির ও হিন্দু পরিবারের বাড়ীঘর দোকানপাট ভাংচুর ও লুটপাট এর প্রতিবাদে কেশবপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ। বুধবার কেশবপুর প্রেসক্লাব চত্বরে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য রমেশ চন্দ্র দত্তের সভাপতিত্ব অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, ওয়ার্কাস পার্টির যশোর জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট আবু বক্কার সিদ্দিকী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মিলন মিত্র, কমিউনিস্ট পার্টি কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ সিংহ, আইন বিষয়ক সম্পাদক সম্ভুনাথ বসু, প্রভাষক তাপস মজুমদার, প্রভাষক কানাইলাল ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের নেতা কুন্তল বিশ্বাস। প্রতিবাদ সমাবেশে বক্তারা এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।