রাষ্ট্রায়াত্ত্ব পাটকল চালু করার দাবিতে পদযাত্র শুরু
স্টাফ রিপোর্টার- পাটকল রক্ষা সম্মিলিত নাগরিক পরিষদের আয়োজনে রাষ্ট্রায়াত্ব পাটকল চালু ও আধুনিকায়ন করা. দুর্নীতি বন্ধ, সহ ১৪ দফা দাবিতে খুলনাঞ্চালে অবস্থিত আটটি পাটকলের শ্রমিকের সমন্বয়ে গঠিত নেতাকর্মীরা দুই দিন ব্যাপী পদযাত্রা শুরু করেছেন। আজ রোববার বিকাল ৩টা থেকে অভয়নগরে অবস্থিত কার্পের্টিং জুট মিল গেটে পথসভার মাধ্যমে শুরু হয় এ পদযাত্রা। এরপর জেজেআই .ফুলতলা এবং ইষ্টার্ণ জুটমিল গেটে সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায় কুদরত ই খুদার সভাপতিত্বে পথসভার বিভিন্ন স্থানে বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য সচিব এম এ রশিদ, জনসংহতি’র আহবায়ক জুনায়েদ সাকী, ওয়ার্কার্স পাটির(মার্কসবাদি)কেন্দ্রীয় সম্পাদক ইকবাল কবির জাহিদ, খুলনা জেলা সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক গাজী নওশের আলী, সিপিবি নেতা তসলিমুর রহমান, জেজেআই সিবিএ নেতা নজরুল ইসলাম, বাসদ নেতা হাসিনুর রহমান, শ্রমিক নেতা মোশারফ হোসেন নান্নু, এইচ এম শাহাদাত হোসেন, রুহুল আমিন, ওলিয়ার রহমান ছাত্র নেতা আলামিন শেখ প্রমুখ। জানা গেছে,রোববার কার্পের্টিং, জেজেআই,কুলতলা,ইস্টার্ণ জুটমিল গেট পথসভা অনুষ্ঠিত হয়। এবং আগামীকাল সোমবার দৌলতপুর জুট মিল,প্লাটিনাম –ক্রিসেন্ট, খালিশপুর জুট মিলগেটে পথ সভা অনুষ্ঠিত হবে। এছাড়া দৌলতপুর, পিপলস মিলের গোল চত্বরে পথসভা করে পদযাত্রা শেষ হবে।