অভয়নগরে রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন
স্টাফ রিপোর্টার-অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ও গ্রামবাসীর উপিস্থিতিতে ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। প্রতিষ্ঠানের সাবেক সভাপতি বিনয় কৃষ্ণ রায়ের সভাপতিত্বে প্রতিষ্ঠান কক্ষে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বিধান মল্লিকের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। গ্রামের অভিভাবক ও সুধীজনের উপস্থিতিতে ম্যানেজিং কমিটি গঠনকল্পে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং সুন্দলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিকাশ রায় কপিল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী সভাপতি সুইট মল্লিক, অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক ও রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শৈলেন্দ্রনাথ রায়, দিবদাস রায়,জমিদাতাদের উত্তরাধিকারী হিসেবে সুভাষ রায়, অনুপম রায়, সরোজ বিশ^াস, অপূর্ব রায়, মিন্টু কুমার রায়, শংকর মল্লিক, তপু রায়, ৩নং ওয়ার্ড সদস্য অপূর্বলাল ধর, হিন্দু ধর্মীয় মন্দির ভিত্তিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্যামল রায়, বিধান রায় প্রমূখ। আয়োজিত সভায় আগামী ৩বছরের জন্য সর্বসম্মতিক্রমে দাতা সদস্য হিসেবে মিন্টু কুমার রায়, শিক্ষানুরাগী সদস্য সবুজ বিশ^াস ও তন্দ্রা মন্ডল, অভিভাবক সদস্য পুরুষ বিশ^জিত বিশ^াস ও উজ্জ্বল রায়, অভিভাবক সদস্য মহিলা অনামিকা রায় ও বন্ধনা রায়কে নির্বাচন করা হয়।