রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে আটক ৪২ ও মাদকদ্রব্য উদ্ধার
রাজশাহী প্রতিনিধি ঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৪২ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১০ জন, রাজপাড়া থানা-০৫ জন, মতিহার থানা-০১ জন, কাটাখালী থানা-০১ জন, বেলপুকুর থানা-০২ জন, শাহমখদুম থানা-০৫ জন, এয়ারপোর্ট থানা-০১ জন, পবা থানা-০৭ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৯ জন ও ডিবি পুলিশ-০১ জনকে আটক করে। যার মধ্যে ১১ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৮ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২৩ গ্রেফতার করা হয়েছে। বোয়ালিয়া মডেল থানা পুলিশ (১) মোসাবিরুল আবেদন(২৪)কে ২৫ গ্রাম হেরোইন সহ আটক করে, (২) মোঃ হাসিবুল হাসান শান্ত(২৪)কে ০৫ গ্রাম হেরোইন সহ আটক করে, (৩) মোঃ রাজন(২৭)কে ৩.৫ গ্রাম হেরোইন ও ২১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে, (৪) মোঃ জাহিদুল ইসলাম @ জতুল(৪২)কে ০২ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজা সহ আটক করে। পবা থানা পুলিশ (১) মোঃ হৃদয়(২১), (২) মোঃ মুরসালিন(২২)দ্বয়কে ২৫০ গ্রাম গাঁজা সহ আটক করে। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ (১) মোঃ নাজমুল ইসলাম(৩০)কে ০৩ বোতল ফেন্সিডিল সহ আটক করে ও ডিবি পুলিশ (১) মোঃ রফিকুল ইসলাম(৪৬)কে ১০০ গ্রাম গাঁজা সহ আটক করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।