Type to search

রাজশাহীতে সুন্দরবন কুরিয়ারের গাড়ি থেকে ৫২ কেজি গাজা সহ আটক ছয়

জাতীয়

রাজশাহীতে সুন্দরবন কুরিয়ারের গাড়ি থেকে ৫২ কেজি গাজা সহ আটক ছয়

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীতে সুন্দরবন কুরিয়ারের গাড়ি থেকে ৫১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ ৬ জনকে আটক করেছে র‌্যাব।৩১ আগস্ট সোমবার সকাল সাড়ে ১০টার দিকে অভিযান চালায় র‌্যাব রাজশাহী-৫ এর একটি দল, তাদের আটক করে। আটককৃতরা হলেন- পবা উপজেলার দুয়ারীর আ. কুদ্দুসের ছেলে দুলাল (৩০), তানোরের দেউরাতলা এলাকার ফজর আলীর ছেলে তোফাজ্জল হোসেন (২৪), তানোরের সেদায়ের মৃত আফসার আলীর ছেলে বাদশা (৩২), বিবাড়িয়া জেলার কসবার থানার বেলতলি এলাকার সুলতান আহমেদের ছেলে মুকতুল হোসেন (৩২), কসবা থানার মাদলা এলাকার আবদুর রহিমের ছেলে বাপ্পি (৩০) ও তানোরের সিধাইড় এলাকার মেরাজ উদ্দিনের ছেলে সোহান আলী (২১)। আটককৃতরা সবাই মদক চক্রের হোতা বলে জানায় র‌্যাব। ১৮ টি প্যাকেটে করে গাঁজাগুলো কুমিল্লা থেকে রাজশাহী আনা হয়েছিলো সুন্দরবন কুয়িার সার্ভিসের মাধ্যমে। রাজশাহীর জনৈক মুকতুল হোসেন নামের এক ব্যক্তির ঠিকানায় পাঠানো হয়েছিলো। তার মোবাইল নম্বর ০১৯২৭৯৮৫৯৮৮ ছিলো। কাঠের খাটের মধ্যে করে বিশেষ কায়দায় গাঁজাগুলো পাঠান হুমায়ন কবির নামের এক ব্যক্তি। যদিও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়রের কথা বলা আছে প্রেরকের স্থলে। হুমায়ন কবিরের মোবাইল নম্বর হলো ০১৭১৫৭৩১২১৫। ডাইনিং টেবিল, ছয়টি কাঠের চেয়ারও আছে সঙ্গে। জানতে চাইলে র‌্যাব রাজশাহী-এর মিডিয়া সেলের অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম বলেন, ‘কুমিল্লার মেয়রের রেফারেন্স ব্যবহার করেছে মাদক কারবারিরা। তারা এটিকে কৌশল হিসেবে ব্যবহার করতে পারে। তারপরেও আমরা বিষয়টি খোঁজ নিচ্ছি। তবে এই মাদক কারবারের সঙ্গে কুরিয়ার সার্ভিসের কোনো ধরনের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

Tags: