Type to search

রাজধানীর কাঁঠালবাগানে ব্যারিস্টারের রহস্যজনক মৃত্যু

অন্যান্য

রাজধানীর কাঁঠালবাগানে ব্যারিস্টারের রহস্যজনক মৃত্যু

ডেস্ক রিপোর্টঃ  রাজধানীর কাঁঠালবাগানের একটি বাড়ির ৯ তলা থেকে পড়ে এক ব্যারিস্টারের মৃত্যু হয়েছে। স্থানীয়রা বলছেন, নয়তলা বাসা থেকে পড়ে মারা গেছেন আইনজীবী ইমতিয়াজ খান জিসাদ। পরিবারের দাবি, তিনি মাদকাসক্ত ছিলেন।

পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি আরও খতিয়ে দেখার কথা জানিয়েছে পুলিশ। নিহত ইমতিয়াজের বাবা সিরাজগঞ্জের একটি আসনের সাবেক সংসদ সদস্য।

আজ শুক্রবার ভোর সাড়ে চারটার কিছু পর কাঠালবাগানের একটি বাসার সিসিটিভির ফুটেজে উপর থেকে একজন মানুষের নিচে পরার দৃশ্য দেখা যায়। ব্যক্তিটি ওই এলাকার ১৬৩ নম্বর বাসার বাসিন্দা ব্যারিষ্টার ইমতিয়াজ খান জিসাদ। শ্বশুর শাশুরিসহ স্ত্রীকে নিয়ে এ বাসায় থাকতেন তিনি।

স্থানীয়দের দাবি, প্রায়ই বউ শ্বশুর শাশুরির সাথে ঝগড়া হতো তার। দারোয়ান জানান, হঠাৎ বিকট শব্দের কিছুক্ষণ পর ইমতিয়াজের স্ত্রী ও শাশুড়ি নিচে নেমে আসেন।

প্রথমে ইমতিয়াজকে একটি বেসরকারি হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেলে নেয়া হলেও বাঁচানো যায়নি। মর্গে ছেলের মরদেহের অপেক্ষায় বাবা। দাবি ঘটনার সুষ্ঠু তদন্তের।

সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার ইমতিয়াজের সাথে সাবরিনা শাহিদ নিশাতের বিয়ে হয় ৪ বছর আগে।

সূত্র: DBC News

Tags: