রংপুরে শিক্ষার্থীর আত্মহত্যা
অনলাইন ডেস্ক:
রংপুর নগরীতে সুইসাইড নোট লিখে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। শনিবার দুপুরে নগরীর কলেজ রোড দর্শনা এলাকার নীলাঞ্জনা ছাত্রাবাসের একটি কক্ষ থেকে শহিদুল ইসলাম শহীদ (২২) নামের ওই শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধাার করা হয়। শহিদুল রংপুরের পীরগঞ্জ উপজেলার হলদিবাড়ি গ্রামে শফিকুল ইসলামের ছেলে।
তাজহাট থানার এসআই ইজার আলী জানান, শহিদুল এই বছর উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয় ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। এক মাস আগে বিশ্ববিদ্যালয় ভর্তির কোচিং করতে রংপুরে আসেন। সকাল থেকে তার ঘরের দরজা বন্ধ দেখে মেস থেকে পুলিশে খবর দেয়া হলে আমরা এসে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করি।
তাজহাট থানার ওসি আখতারুজ্জামান প্রধান বলেন, সুইসাইড নোটে কারও নাম উল্লেখ করেনি। পরিবারের সাথে আলোচনা সাপেক্ষে সন্ধ্যায় ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূএ:বাংলাদেশ প্রতিদিন