যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের জন্মদিন উপলক্ষে নড়াইলে বৃক্ষরোপন ও দোয়া মাহফিল
নড়াইল প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশের
জন্মদিন উপলক্ষে নড়াইলে বৃক্ষরোপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২জুলাই রোববার নড়াইলের নড়াগাতি থানার বাগুডাঙ্গা শামসুল উলম মাদরাসা ও
এতিমখানা প্রাঙ্গনে ২০০টি গাছ রোপনের উদ্বোধন করেন যুবলীগের কেন্দ্রীয়
কমিটির আর্জাতিক বিষয়ক সম্পাদক ও নড়াইল জেলা আওয়ামী লীগের সদস্য কাজী
ছরোয়ার হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বাগুডাঙ্গা শামসুল উলম মাদরাসা ও এতিমখানার
সভাপতি এ্যাড কাজী নাফিউল মজিদ, সাবেক ছাত্রলীগ ও কেন্দ্রীয় যুবলীগ নেতা
নাদিম মাহমুদ, মাদরাসা ও এতিমখানার সুপার ও এতিমরা।
কাজী ছরোয়ার হোসেন বলেন, এতিম শিশুদের নিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের
চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশের শুভ জন্মদিন উপলক্ষে মাদ্রাসা
প্রাঙ্গনে বিভিন্ন প্রকার ২০০টি গাছ রোপন করেছি। বাদ মাগরিব চেয়ারম্যান
মহোদয়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নিরাপদ জীবন কামনা করে দোয়া করেছি।