Type to search

যুক্তরাজ্যে অভিবাসী বিরোধী বিক্ষোভ

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে অভিবাসী বিরোধী বিক্ষোভ

অনলাইন ডেস্কঃ  যুক্তরাজ্যের বন্দরনগরী ডোভারে অভিবাসীবিরোধী বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে ।

এ সময় অন্তত ১০ জনকে আটক করা হয়েছে। বিক্ষোভে অংশ নেয় কয়েকশো নাগরিক। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিক্ষোভের সময় বর্ণবাদী গান গাইতে দেখা যায় ডানপন্থি রাজনৈতিক দলের সমর্থকদের।

পুলিশের অভিযোগ, বিক্ষোভে অংশ নেয় কয়েকশো নাগরিক আন্দোলনের নামে সহিংসতা করতে চাইছিলো বিক্ষোভকারীরা।

অন্যদিকে একই শহরে অভিবাসীদের পক্ষে সমাবেশ করেছে বর্ণবাদবিরোধী আন্দোলনকারীরা। সাম্প্রতিক মাসগুলোতে ছোট ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে কয়েক হাজার অবৈধ অভিবাসন প্রত্যাশী ডোভারে পৌঁছায়।

Tags: