Type to search

যাযাবর ভুত! 

অন্যান্য

যাযাবর ভুত! 

বিলাল মাহিনী
সব সত্যি কি সত্যি, সব হাসি কি হাসি?
নাকি- এর আড়ালে মিথ্যে আর কান্না লুকোনো!
ভেজাল-নির্ভেজালের খেলা সারা অবনি জুড়ে
আলোর নিচে অন্ধকার, নাকি অন্ধকার ঢেকে রাখে আলো?
বাইরের দেহটা নাকি ভেতরে লুকোনো অদৃশ্য আত্মাটা মানুষ?
সত্যের আড়ালে মিথ্যে নাকি মিথ্যের আড়ালে সত্য?
মুখোশের অন্তরালে মুখ নাকি মুখের অন্তরালে মুখোশ!
কে জানে তার খবর?
বাঁকা নদীর মতো , জাদুকরি যাযাবর জীবন
এখানে প্রহসনের খেলা,
মিছে মায়া
প্রায় সবই স্বার্থের কালোভুনা!
এখানে খেলাচ্ছলে প্রেম হয় আবার প্রেমের ছলে খেলা
সত্য-মিথ্যের খেলা
রঙধনুর খেলা
হোলির খেলা!
কানামাছি খেলা,
আসল-নকলের খেলা
মানুষ মাত্রেই নিজের মতো করে বাঁচতে চায়, পারে ক’জন?
একটা দুষ্টু চাকায় বাঁধা মানুষের জীবন
যার বহুটাই, না, প্রায় সবটাই নিয়তি!
অস্থির, চঞ্চল, দূরন্ত –
নিয়ত ক্ষয়ে যাওয়া যার বাসনা
এখানে প্রাপ্তির চেয়ে হারাতে হয় ঢের বেশি
এমনকি একদিন নিজেকেও

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *