
যশোর -৪ আসন অভয়নগর ও বাঘারপাড়ায় মুক্তিযোদ্ধা সন্তো অধিকারীর গন সংযোগ
নওয়াপাড়া প্রতিনিধি:
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৪ নির্বাচনী এলাকা অভয়নগর ও বাঘারপাড়া এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ ও বিভিন্ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন বাঘারপাড়া পুজা উদ্যাপন পরিষদের সভাপতি ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সম্ভাব্য আগামীর সংসদ নির্বাচনে পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী। তিনি নির্বাচনকে সামনে রেখে এলাকার বিভিন্ন ইউনিয়নের গ্রাম, পাড়া মহল্ল্যা সহ বিভিন্ন বাজার ঘাটে ধারাবাহিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। তিনি অভয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাথে নির্বাচনী বিষয়ে মতবিনিময় করেন। এরপর সন্তোষ অধিকারী উপজেলার সুন্দলী ইউনিয়ন সহ বেশ কয়েকটি স্থানে গণ সংযোগ ও দলীয় নেতা কর্মীদের সাথে মত বিনিময় করেন। এসময় তার সাথে গণসংযোগে সফরসঙ্গী হিসেবে ছিলেন বীরমুক্তিযোদ্ধা আছালাত বিশ্বাসস, গোলাম মোস্তফা, বীরমুক্তিযোদ্ধা অধীর কুমার পাড়ে, বীরমুক্তিযোদ্ধা রশিকলাল সরকার পূজা পরিষদের শশাঙ্ক পাল, ডাঃ শংকর অধিকারী, বেলাল হোসেন সহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ।