Type to search

যশোর-২ আসনের নৌকা মাঝি হতে চাই ঝিকরগাছার প্রবাসী হাব্বি

ঝিকরগাছা

যশোর-২ আসনের নৌকা মাঝি হতে চাই ঝিকরগাছার প্রবাসী হাব্বি

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে সংসদ সদস্য পদে নৌকার মাঝি হতে চান ঝিকরগাছা উপজেলা গদখালী ইউনিয়নের শরীফপুর মৃধাপাড়া গ্রামের ব্রিটিশ সিটেজেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ হাবিবুর রহমান (হাবিব)। তিনি বঙ্গবন্ধুর অনেক কাছের মানুষ চৌগাছা উপজেলার সিংহ ঝুলি গ্রামের শহীদ মশিউর রহমানের নাতি ছেলে। যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের উন্নয়ন, অবহেলিত ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে এই আসনকে আলোকিত করতে গুরুত্বপূর্ণ এ জনপদে নৌকার মাঝি হয়ে মানুষের সেবা করতে চান তিনি। ১৯৮৩-৯২ সাল পর্যন্ত দেশের মাটিতে বাংলাদেশ আওয়ামীলীগ ছাত্র রাজনীতির সকল কর্মকান্ডে জড়িত ছিলেন এবং ৯২ সালের পরে লেখাপড়ার উদ্দেশ্যে লন্ডনে যান। লন্ডনে লেখাপড়ার পাশাপাশী আওয়ামী লীগের বিভিন্ন কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। বর্তমানে তিনি বৃটিশ বাংলাদেশী হিসাবে লন্ডনে ব্যাবসার সাথে জড়িত থেকে আওয়ামীলীগের বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করছেন। তিনি মানুষের বিপদে ঘরে বসে থাকতে পারেন না ছুটে যান বিপদগ্রস্থ মানুষের পাশে। বিয়ে-সাদী, অভাবী, কাজহীন মানুষকে সহযোগিতা করা, যুব সমাজকে আধুনিক শিক্ষায় শিক্ষিত, মাদকমুক্ত ও ক্রীড়ামোদী করে গড়ে তোলার চেষ্টার পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে অংশগ্রহণে সব সময় নিজেকে জড়িয়ে রাখেন। সকল বয়সী ও শ্রেণি পেশার মানুষের পরিচিত এবং আপনজন এই মোঃ হাবিবুর রহমান (হাবিব)। জনগণের ইচ্ছা ও ভালবাসার প্রতিদান দিতেই সে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতিকের মাঝি হতে চান। মোঃ হাবিবুর রহমান (হাবিব) এর ইচ্ছা আঙ্খাক্ষা উন্নয়ন ভাবনা নিয়ে আলাপচারিতায় গণমাধ্যমকর্মীদের সাথে একান্ত স্বাক্ষাতকারে তিনি বলেন, আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সংগঠক, দেশরত্ন শেখ হাসিনার প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। আধুনিক তথ্য প্রযুক্তি সম্পন্ন ডিজিটাল ইউনিয়ন গঠনসহ সকল কর্মকান্ডে জনগনের অংশগ্রহন ও জবাবদিহিতা নিশ্চিত করা আমার লক্ষ্য। বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে ছাত্র জীবনে পড়াশুনা করা কালিন সময়ে আমার রাজনীতির বড় ভাইরা ছিলেন মনির ভাই, বন্ধু মৃত ওবাইদুর রহমান ওবা ও আজাহার আলী সহ আরও অনেকের সাথে মিলেমিশে দলীয় কর্মকান্ডে অংশ গ্রহণ করি। যার কারণে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিরোধী দলের রাজনৈতিক কর্মকান্ডের বিষয়ে প্রতিবাদ করি বলে আমার অনেক পরিচিত ব্যক্তিরা আমাকে হুমিকী ধামকি দেখায় দেশে আসলে দেখে নেবে। আমি আওয়ামীলীগ পরিবারের সদস্য ও দলের পক্ষে সংক্রিয় ভাবে কাজ করি বলেই এটাই আমার অপরাধ। আমি সংসদ সদস্য নির্বাচিত হলে অত্র আসনে নব দিগন্ত সৃষ্টি হবে বলে প্রত্যাশা করছেন চৌগাছা-ঝিকরগাছা আসনের বিভিন্ন স্তরের মানুষ। এ আসন দুটিকে মডেল উপজেলায় পরিণত করতে চাই, সেই সাথে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সহযোগী হতে চাই। দেশের উন্নয়নের ধারাকে আরো গতিশীল করতে হলে সবাইকে আরাও নৌকা প্রতিকের উপর আস্তা রাখতে হবে। সে কারণে আমি বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত হয়ে নৌকার মাঝি হয়ে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে নির্বাচিত হয়ে মানুষের পাশে থেকে সেবা করতে চাই।