যশোর সদরের কনশাস ট্রেডার্স এর মালিক ও সহযোগীকে এক লক্ষ টাকা জরিমানা
প্রেস বিজ্ঞপ্তি
মিথ্যা বিজ্ঞাপন দ্বারা জনসাধারণকে প্রতারিত করে TIANSHI (BD) COM.LTD কোম্পানির বিভিন্ন খাদ্যপণ্য ঔষধ হিসেবে বিক্রয় এবং এর আড়ালে এমএলএম ব্যবসার অপরাধে যশোর সদরের কনশাস ট্রেডার্স এর মালিক ও সহযোগীকে এক লক্ষ টাকা জরিমানা করেছে র্যাব-৬, যশোর এর ভ্রাম্যমাণ আদালত।
১। র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও সমাজে মাদকের ভয়াল থাবার বিড়ম্বনার রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের বিরদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।
২। এরই ধারাবাহিকতায় র্যাব-৬, সিপিসি-৩, যশোর এর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন আরএনরোড সংলগ্ন পন্ডিত পুকুর জামে মসজিদ এলাকায় অবস্থিত কনশাস ট্রেডার্স এর মালিক ৩উ ঐটগঅঘ উওঝঊঅঝঊ চজঊউওঈঞওঙঘ ঝণঝঞণগ নামক ভূয়া মেশিন দ্বারা জনসাধারণের সকল রোগ নির্ণয় করা হয় বলে মিথ্যা বিজ্ঞাপন দ্বারা জনসাধারণকে প্রতারিত করে ঞওঅঘঝঐও (ইউ) ঈঙগ.খঞউ কোম্পানির বিভিন্ন খাদ্যপণ্য ঔষধ হিসেবে বিক্রয় এবং এর আড়ালে এমএলএম ব্যবসা করে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ইং ১২/১১/২০২২ তারিখ সময় ১০.৩০-১২.৩০ ঘটিকা পর্যন্ত র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার, লেঃ কমান্ডার, এম নাজিউর রহমান, স্কোয়াড কমান্ডার, এএসপি, মোঃ নাজমুল হক, ও মোঃ ওয়ালিদ বিন হাবিব, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর এর সমন্বয়ে একটি আভিযানিক দল উল্লেখিত কোম্পানি’তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কোম্পানির মালিক ১। মুহাম্মদ আব্দুর রহিম খান (৩৭), পিতা- মৃত মনির উদ্দিন খান, সাং- আটঘরা খাঁপাড়া, থানা- মণিরামপুর, জেলা- যশোর ও সহযোগী ২। মোঃ আঃ গফুর (৩২), পিতা- মোঃ আঃ সাত্তার, সাং- বাজুয়াডাঙ্গা, থানা- কোতয়ালী, জেলা- যশোরদ্বয়’কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৪ ধারায় ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা করে মোট ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করেন। যাহার মামলা নং- ৪০১/২০২২, ৪০২/২০২২ তারিখ- ১২/১১/২০২২ খ্রিঃ।
৩। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাকৃত টাকা চালান মোতাবেক সরকারী কোষাগারে জমা করা হয়েছে।