যশোর থেকে আনসার আল ইসলামের আরো এক সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার- র্যাবের অভিযানে যশোর থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনছার আল ইসলামের আরো এক সদস্য গ্রেফতার হয়েছে। নিষিদ্ধ ওই সংগঠনের সদস্যর নাম শিমুল হোসেন(২২) সে মনিরাপুর উপজেলার বাংগালীপুর গ্রামের হায়দার খানের ছেলে। এর আগে আরো তিন জঙ্গিকে মনিরাপুর থেকে গেস্খফতার করা হয়েছে।
র্যাব-৬, খুলনার সিপিসি-৩, যশোর ক্যাম্পের এক প্রেস বার্তা মারফতে জানা গেছে, র্যবের একটি বিশেষ আভিযানিক দল ইং ০১/০৮/১৯ তারিখ ভোর ০৪.৫৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার কোতয়ালী থানাধীন মনিহার বাসষ্ট্যান্ড এলাকায়‘আনসার আল ইসলাম’ নামক নিষিদ্ধ জঙ্গী সংগঠনের সদস্য ঘোরাফেরা করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ইং ০১/০৮/২০১৯ তারিখ ভোর ০৫.১৫ ঘটিকায় যশোর জেলার কোতয়ালী থানাধীন মনিহার বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারে সন্দিগ্ধ পলাতকআসামীমোঃ শিমুল হোসেন (২২) কে গ্রেফতার করা হয়।