যশোর ডেন্টাল সার্জন’স ফোরামের আয়োজনে বনভোজন অনুষ্ঠিত

নওয়াপাড়া অফিস
যশোর ডেন্টাল সার্জনস ফোরামের আয়োজনে শুক্রবার দিনব্যাপী নানা আয়াজনে নওয়াপাড়ার আকিজ সিটি স্টোরের এ্যান্েেজলায় বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মো: এয়াকুব আলী, সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আরিফুল ইসলাম, নিয়ির ডা, ভুাইয়া আলম, ডা. মতিউর রহমান সোহাগ, ডা. আনোয়ার হোসেন পল্লব, কোষাধ্যক্ষ ডা. সুপ্রিয়া দাস প্রিয়াঙ্কা, বিপিএমপিএ সংগঠনের ডা. প্রভাত কুমার নাথ,ডা. নাসির উদ্দীন,ডা. সালউদ্দীন,ডা. প্রকাশ চন্দ্র মজুমদার,ডা. শতাব্দী বিশ^াস সহ ১৩৫ জন ডেন্টিস ও তাদের পরিবার পরিজন। আয়োজনের মধ্যে ছিল বাচাদের খেলা, মহিলাদের খেলা, র্যাফেল ড্র ইত্যাদি। এর আগে দুপুরে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।