Type to search

যশোর – খুলনা মহাসড়ক পুননির্মানের অনিয়ম দুর্নীতি তদন্ত প্রক্রিয়া শুরুর দাবী

যশোর

যশোর – খুলনা মহাসড়ক পুননির্মানের অনিয়ম দুর্নীতি তদন্ত প্রক্রিয়া শুরুর দাবী

প্রিয়ব্রত ধর,ভ্রাম্যমান প্রতিনিধি: আগামী ৯ আগোষ্টের মধ্যে যশোর – খুলনা মহা সড়ক পুননির্মানের অনিয়ম দুর্নীতি তদন্ত বিচার প্রক্রিয়া শুরু না করলে ১০ আগোষ্ট সড়ক জনপথ যশোর অফিসের সামনে অবস্থান। আজ ২৩ জুলাই বিকাল ৫ টায় চাঁচড়া মোড়ে এক বিক্ষোভ অনুষ্ঠিত এ সকল কথা বলেন বক্তারা।
বাম গণতান্ত্রিক জোটের সিপিবি, ইউনাইটেড কমিউনিস্ট লীগ, বাসদ ( মার্কসবাদী) , বাসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)র যশোর জেলা সমন্বয় কমিটির ডাকে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে বক্তব্য রাখেন কমরেড তসলিমউর রহমান, কমরেড আবুল হোসেন, কমরেড জিল্লুর রহমান ভিটু, কমরেড মাহবুবুর রহমান মজনু, কমরেড হাবিবুর রহমান মোহন প্রমুখ।