Type to search

যশোরে ৫শ শয্যা হাসপাতাল বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু ও অবরোধ

যশোর

যশোরে ৫শ শয্যা হাসপাতাল বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু ও অবরোধ

প্রিয়ব্রত ধর,ভ্রাম্যমান প্রতিনিধি:

আজ ৫ মার্চ সকাল ১০ টায় খুলনা – বেনাপোল মহাসড়কে মেডিকেল গেটে শংকরপুরের বটতলায় ৫শ শয্যা হাসপাতাল বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু হ’লে তা অবরোধে রূপ নেয় । অবস্থান কর্মসূচি সার্বিক অবরোধে পরিনত হয় ।
এ সময় হাজার হাজার নারী পুরুষ রাস্তার উপর বসে পরেন । দুই পাশে শত শত গড়ি আটকে যায় । বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এসময় বক্তব্য রাখেন । গন সঙ্গীত পরিবেশিত হয় । ১০ টা থেকে শুরু হয়ে ১২ টা পর্যন্ত এ অবরোধ ও অবস্থান কর্মসূচি চলে । অবরোধ থেকে ১৫ দিনের গণস্বাক্ষর কর্মসূচি ঘোষনা করেন ।
আজকের অবরোধ কর্মসূচির সভাপতি করেন এড: আবুল হোসেন । বক্তব্য রাখেন সর্বজনাব ইকবাল কবির জাহিদ , জাহিদ হাসান টুকুন , ডা. আবুল কালাম আজাদ লিটু , ফারাজি আহমেদ সাঈদ বুলবুল ,বীর মুক্তিযোদ্ধা অশোক রায় , শেখ হাফিজুর রহমান মাস্টার , হাচিনুর রহমান , আব্দুর রাজ্জাক ফুল , মফিজুর রহমান হিমু, হাসান উল্লাহ ময়না , মুস্তাক হাসান শিম্বা , এড আব্দুল লতিফ ,নাজির আহমেদ ,শরাফত হোসেন ,সুজন দত্ত লাল্টু , আবু সাঈদ নাসির শেফার্ড প্রমুখ । সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন যশোর মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়ন সংগ্রাম কমিটির সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু ।