যশোরে ৪ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
যশোর জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টীম কোতয়ালি মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৪ শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী অলিয়ার রহমান (৩৫),তাইজুল ইসলাম রাজন (২৪) ও সুমি আক্তার (২২) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃৃত অলিয়ার ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার দয়ারামপুর গ্রামের মৃত আমজাদ আলী মন্ডলের ছেলে, তাইজুল কোতোয়ালি থানাধীন পূর্ব বারান্দীপাড়ার তরিকুল ইসলামের ছেলে এবং সুমি বরগুনা জেলার আমতলী থানার হালিম হাওলাদারের মেয়ে।
ঘটনার বিবরণ অনুযায়ী যশোর জেলা গোয়েন্দা পুলিশের এসআই শাহীনুর রহমান, এসআই বিপ্লব সরকার, এএসআই আমিরুল ইসলামগণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম আজ সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটায় কোতয়ালী মডেল থানার ফতেপুর ইউনিয়নের হামিদপুরে অভিযান পরিচালনা করে ৪শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ১,২০,০০০/= (এক লক্ষ বিশ হাজার) টাকা।
এ সংক্রান্ত বিষয়ে এসআই শাহীনুর রহমান বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করেন।